Top

মাদারীপুরে শেখ রাসেলের জন্মদিন পালন

১৮ অক্টোবর, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
মাদারীপুরে শেখ রাসেলের জন্মদিন পালন
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহিদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে মাদ্রা স্কুল এন্ডু কলেজে দোয়া মাহফিল,আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন।

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মাদ্রা স্কুল এন্ড কলেজের হলরুমে সকল শ্রেনীর শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও কর্মচারীদের নিয়ে শহীদ শেখ রাসেলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সহকারী শিক্ষক রাকিব হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মাদ্রা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক মোঃ ফিরোজ হোসেন, সহকারী শিক্ষক কামাল হোসেন,সহকারী শিক্ষক বাবুল আক্তার, সহকারী শিক্ষক বলাই চন্দ্র বিশ্বাস অফিস সহকারী সংকরি মল্লিক, সান্টু হাওলাদারসহ আরো অনেকে।

কর্মসূচিতে প্রধান বক্তা কাজী ওবায়দুর রহমান বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি হতেন। শেখ রাসেলের মতো নিষ্পাপ শিশুকে যারা অত্যন্ত নির্মম-নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, তারা মানুষ না; পশুতুল্য। রাজনৈতিক কারণে ১০ বছরের শিশুকে এমন নির্মমভাবে হত্যা করার নজির আর দেখা যায় না।

শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’-এ প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয়।

শেয়ার