মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন অভিযোগ তুলেছেন দলীয় অভ্যন্তরীন কোন্দলের কারনেই তাকে মাত্র ২৭ ভোটে জয়ী হতে হয়েছে।
এসময় তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, তার প্রতিদ্বন্দী প্রার্থী কোন অপশক্তির ওপর ভর করে ৪২৫ ভোট পেলেন? যে প্রার্থীর পক্ষে বিএনপি, জাতীয় পার্টি, জাসদ কিংবা কোনো দল বা কেউ তারপক্ষে নির্বাচনী মাঠে নামেনি। কোন দিন কেউ প্রকাশ্যে ভোটও চাইনি। ছিলো না নির্বাচনী কোন অফিস। তাহলে এতোগুলো ভোট কিভাবে পেলেন তিনি? বিপক্ষের প্রার্থীর সাথে আমাকে ভীষন কনটেষ্ট করে জিততে হয়েছে। তাহলে কোন শক্তির বলে, প্রতিদ্বন্দী প্রার্থী আমাকে প্রায় খেয়েই ফেলেছিলো?! শুধু আমাকেই নয় জেলার সকল নেতা-কর্মীরাও হুমকির মধ্যে পরে গিয়েছিল
তিনি অভিযোগ তুলে ধরে বলেন, ছোট্ট হলেও আমাদের মধ্যে মতভেদ আছে, ক্ষীন হলেও আমাদের মধ্যে অনৈক্য আছে। এভাবে অনৈক্য চলতে থাকলে আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনে কিভাবে এমপিদের জয়ী করবো?
এই কথা বলার সাথে সাথে সভায় উপস্থিত দলের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম ক্ষীপ্ত হয়ে উঠলে সভায় তুমুল ঝগড়ার সৃষ্টি হয়। পরবর্তীতে দলের সহ-সভাপতি ও যুগ্ম সাধারন সম্পাদকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
উল্লেখ্য ২০১৬ সালের জেলা পরিষদ নির্বাচনে কেএম ফজলুল হক খান রিপন ভোট পেয়েছিলেন মাত্র ৫০টি। আর এবার তিনি ২০২২ এর জেলা পরিষদ নির্বাচনে নিস্ক্রিয় থেকেও ভোট পান ৪২৫টি।