Top

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

২০ অক্টোবর, ২০২২ ১২:২৮ অপরাহ্ণ
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
মাগুরা প্রতিনিধি :

মাগুরা সদর উপজেলা পারনান্দুয়ালি এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শীলন (৩০) নামে এক ট্রাক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল ১৯ অক্টোবর) রাত আটটার দিকে পারনান্দুয়ালী মাগুরা ফিলিংস পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ট্রাকের বডি নির্মানের কাজ করাকালীন সময়ে বিদুৎপৃষ্ট হয়ে তার মৃত্যুর ঘটনা

মাগুরা থানার অফিসার ইনচাূজ মুস্তাফিজুর রহমান জানান, ট্রাকের বডি নির্মানের গ্যারেজে ইলেকট্রিক যন্ত্র দিয়ে কেবিনের কাজ চলাকালীন সময় আকষ্মিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিক শীলন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়মের গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ অমর প্রসাদ তাকে মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক শীলনের বাড়ি ঝিনাইদাহ জেলায়।

মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ট্রাক নির্মান শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শ্রমিকের বাড়ি ঝিনাইদহ জেলায়। সে ট্রাকের গ্যারেজে বডি নির্মানের কাজ করতো। ঘটনাস্থল হতে মরদেহ ময়না তদন্তের জন্য পুলিশের হেফাজতে মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার