Top
সর্বশেষ

অসাধু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

২০ অক্টোবর, ২০২২ ১:২৪ অপরাহ্ণ
অসাধু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জে রেজিস্ট্রেশনবিহীন নকল কীটনাশক সরবরাহের দায়ে  এক অসাধু ব্যবসায়ীকে  ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নকল ৫০০ কেজি দানাদার কীটনাশক মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার শান্তিমোড় এলাকা হতে ল্যান্ডফুরান নামক নকল কীটনাশক উদ্বার করার পর তরিকুল ইসলাম নামক অসাধু ব্যবসায়ীর কাছ থেকে  ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে।

নকল কীটনাশক বাজারজাত করার দায়ে শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে তরিকুল ইসলামকে এই জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার আইন ২০০৯ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রওশন আলী। পরে ৫০টি কার্টুনে থাকা ৫০০ কেজি নকল দানাদার কীটনাশক প্যাকেট খুলে মাটির নিচে পুঁতে ফেলা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ্ আকরাম জানান, আগামী কয়েকদিন পর থেকেই ধানে দানাদার কীটনাশকের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা এমন রেজিষ্ট্রেশনবিহীন নকল কীটনাশক বাজারজাত করে থাকে।

বুধবার একটি কীটনাশক বোঝাই গাড়ি থেক এসব নকল কীটনাশক জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদসহ অন্যান্যরা।

 

বিপি/ এসএম

শেয়ার