Top
সর্বশেষ

যমুনায় লাফিয়ে পালালেন দণ্ডপ্রাপ্ত আসামি

২০ অক্টোবর, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
যমুনায় লাফিয়ে পালালেন দণ্ডপ্রাপ্ত আসামি
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের দণ্ডপ্রাপ্ত বাছেদ আলী (২০) নামে এক আসামি কারাগারে নেয়ার পথে পালিয়ে গেছে। পলাতক বাছেদ আলী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার আটাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ এতথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতভর চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ রক্ষার্থে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আফসানা ইয়াসমিন।

এ সময় ২২ জেলেকে কারন্টে জাল ও মাছসহ গ্রেফতার করা হয়। বুধবার (১৯ অক্টোবর) সকালে বাছেদ আলীসহ গ্রেফতারকৃত জেলেদের এক মাস করে কারাদন্ডাদেশ দেয় ভ্রাম্যমান আদালত। দন্ডাদেশাপ্রাপ্ত জেলেদের নৌকায় করে জেলা কারাগারে নেয়ার পথে টাঙ্গাইল সদর উপজেলার কুকুরিয়া নামক স্থানে দন্ডাদেশপ্রাপ্ত বাছেদ আলী নৌকা থেকে যমুনায় লাফিয়ে পড়ে পালিয়ে যায়। এসময় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরাও তাকে ধরার চেষ্টা করে ব্যর্থ হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

শেয়ার