Top

সাপাহারে নকল ঔষধ ও অনিয়ম দূরীকরণ বিষয়ে মতবিনিময় সভা

২০ অক্টোবর, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
সাপাহারে নকল ঔষধ ও অনিয়ম দূরীকরণ বিষয়ে মতবিনিময় সভা
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে নকল, ভেজাল,অনুমোদনহীন, নিন্মমান ও অনিয়ম দূরীকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সাপাহার শাখার আয়োজনে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

এসময় প্রধান আলোচক হিসেবে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন পরিচালক ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং নওগাঁ জেলা বি.সি. ডি. এস এর সভাপতি মো:আতাউর রহমান, কেন্দ্রিয় পরিচালক ও সদস্য মো: সাদেকুর রহমান লিংকন মো: রিফাত হোসেন ঔষধ তত্বাবধায়ক (ড্রাগ সুপার) নওগাঁ সহ উপজেলার সকল ঔষধের দোকানের মালিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ১৭ সদস্য বিশিষ্ট কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির নির্বাচিত কমিটির নাম ঘোষনা করা হয়। এসময় ২ বৎসরের জন্য মোস্তাফিজুর রহমান বাদলকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

 

শেয়ার