Top

ফরিদপুরের চরভদ্রাসনে অবৈধ চায়না দুয়ারী পুড়িয়ে ধ্বংস

২১ অক্টোবর, ২০২২ ৪:২০ অপরাহ্ণ
ফরিদপুরের চরভদ্রাসনে অবৈধ চায়না দুয়ারী পুড়িয়ে ধ্বংস
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দকৃত চায়না দুয়ার পদ্মা পাড় এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর ) দুপুর ১২ টা থেকে রাত পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে চরভদ্রাসন থানা পুলিশের সহযোগিতায় উপজেলা মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করেন । এ সময় কাউকে আটক করা হয়নি।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, ওইদিন পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা কালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৫টি অবৈধ চায়না দোয়ারী জব্দ করা হয়।

উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. জুয়েল রানা, ক্ষেত্র সহকারি শামিম আরেফিন, চরভদ্রাসন থানার উপপরিদর্শক মো. আকরাম হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানের সময় উপস্থিত ছিল।

শেয়ার