Top

ফরিদপুরের বোয়ালমারীতে ভেলাবাইচ

২২ অক্টোবর, ২০২২ ১২:৩৩ অপরাহ্ণ
ফরিদপুরের  বোয়ালমারীতে  ভেলাবাইচ

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কলাগাছের তৈরি ব্যতিক্রমী ভেলাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার বোয়ালমারী ইউনিয়নের রামনগর গ্রামের ইউনিয়ন কার্যালয়ের পুকুরে স্থানীয় বাসিন্দা ও বাহরাইন প্রবাসী মো. উজ্জ্বল মোল্লার উদ্যোগে এ বাইচ অনুষ্ঠিত হয়। ভেলাবাইচ ছাড়াও হাঁস ধরা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পুকুরের ব্যতিক্রমী এ ভেলা বাইচ, হাঁস ধরা ও সাঁতার প্রতিযোগিতা দেখতে জড়ো হন আশপাশের এলাকার শিশু-কিশোর ও সব বয়সের বিপুল সংখ্যক নারী-পুরুষ।

সূত্রে জানা যায়,  এলাকাবাসীর মধ্যে ভিন্নমাত্রার আনন্দ দিতে ব্যতিক্রমী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছয়টি ভেলা নিয়ে অংশ নেন প্রতিযোগীরা। প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে প্রথম বিজয়ীকে মোবাইল সেট ও বাকি দুই বিজয়ীকে পুরস্কার হিসেবে ট্রফি দেওয়া হয়।

অনুষ্ঠানের আয়োজক ও বাহরাইন প্রবাসী উজ্জ্বল মোল্লা  জানান, ‘এক সময় গ্রামবাংলার জনপ্রিয় প্রতিযোগিতা ছিল কলাগাছের তৈরি ভেলাবাইচ। কালের পরিক্রমায় এখন আমাদের মাঝ থেকে এসব যেন হারাতে বসেছে। এখানকার খালে-বিলে পানি নেই। কম পানিতে নৌকাবাইচের আয়োজন সম্ভব নয়। তাই এবারই প্রথম বড় পুকুরে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়েছে।’

 

বিপি/  এসএম

শেয়ার