Top

ক্যাম্পাসে ফেরার অপেক্ষায়

২৯ জানুয়ারি, ২০২১ ৩:০৩ অপরাহ্ণ
ক্যাম্পাসে ফেরার অপেক্ষায়

এগারো মাস হতে চললো, ক্যাম্পাসের স্মৃতিগুলো যেন আরো বেশি তাড়িয়ে বেড়াচ্ছে। কখনো মনে পরে ভার্সিটির বাসের কথা! হয়তো এই একটি বাসেই কেবল ড্রাইভার, সুপারভাইজার, সিনিয়র-জুনিয়রের ভালোবাসা, আবেগ, খুনসুটি মিশে আছে। কখনো বা ডিপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনের কাঁঠালতলাটির কথা মনে পড়ছে! ক্লাসের ফাঁকে সেই গাছটির নিচে বসে যখন আমরা হাসি-আনন্দমাখা গল্পে ব্যস্ত ঠিক তখনই বোটানিক্যাল গার্ডেনের ফুলগুলো এই খুশির টানেই হয়তো ঝলকে উঠতো!

ক্লাস, এ্যাসাইনমেন্ট, পরীক্ষা এতো-এতো চাপে মাথাটা ধরে আসলে ক্যাফেটেরিয়া/টিএসসির এক কাপ চায়ের চুমুকে মুহূর্তেই বুঝি সব ক্লান্তির অবসান ঘটতো! সকাল-বিকাল বন্ধুদের সাথে আড্ডায় বসতাম, পাশ থেকে ভেসে আসত গানপ্রেমীদের গিটারের টুংটাং শব্দ; গানের কলি, কত মধুর ছিল সেই দিনগুলি! আবার গণলাইব্রেরি/সেমিনারে বইপ্রেমিকদের দেখে নিজেরও নিত্য নতুন বই পড়তে ইচ্ছে হতো।

হঠাৎ এই করোনা যেন বদলে দিলো সবটা! আমরা চার দেয়ালে আটকে পড়লাম। সময়ের সাথে তাল মিলিয়ে আজ অনলাইন ক্লাস করতে-করতে দম আটকে আসছে। বাড়ছে সেশনজট-পরীক্ষার চাপ, ভবিষ্যতের দুশ্চিন্তা! এদিকে ছাত্র শিক্ষকের সম্পর্কটাও যেন ফোনের ফ্রেমে বন্দী হয়েছে, যান্ত্রিকতা নামছে আমাদের মাঝে।

আর সবকিছু ঠিকঠাক চললেও শুধু আমাদেরই প্রিয় ক্যাম্পাসটির সাথে দেখা হচ্ছে না। তাই স্মৃতিচারণ আর বাস্তবতার চাপ দূর করতে খুব দ্রুত ক্যাম্পাসে ফিরতে মন চায়। মন চায় ঠিক আগের মত চঞ্চল এই আমি প্রাণের ক্যাম্পাসটির গানের পাখি হবো!

লেখক-

রুকাইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শেয়ার