Top

এবারও মাগুরা জেলায় ৯৬ টি মন্দিরে কাত্যায়নী পুজা অনুষ্টানের প্রস্তুতি

২৫ অক্টোবর, ২০২২ ২:২৮ অপরাহ্ণ
এবারও মাগুরা জেলায় ৯৬ টি মন্দিরে কাত্যায়নী পুজা অনুষ্টানের প্রস্তুতি
মাগুরা প্রতিনিধি :

প্রতি বছরের ন্যায় এবারও মাগুরা জেলায় এ বছর ৯৬ টি মন্দিরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শ্রীশ্রী কাত্যায়নী পূজা। এর মধ্যে শহরে অনুষ্ঠিত হবে ১৬ টি পূজা।

আগামী ৩০ অক্টোবর রবিবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে কাত্যায়নী পূজা। ৩ নভেম্বর বৃহস্পতিবার দশমী বিসর্জনে শেষ হবে এ পূজা। তবে কয়েকটি মন্দিরে মেলা চলবে প্রায় এক মাস। করনা মহামারি পরবর্তীতে পূর্বের ন্যায় ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে পূজা সম্পন্ন করতে গতকাল সোমবার (২৪ অক্টোবর) বেলা ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা থেকে এসব কথা জানানো হয়। জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সদ্য বিজয়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান, শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিউজা উল জান্নাহ, শালিখা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, মহম্মদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সূর্যকান্ত বিশ্বাস, মহম্মদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কানু তেওয়ারি, শ্রীপুর উপজেলা সভাপতি শিশির সরকার, সদর উপজেলার সাধারণ সম্পাদক বিপুল সরকার, পৌর কমিটির সভাপতি পরিতোষ ঘোষসহ অন্যরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. সঞ্জিত বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাজেশ গোপাল বিশ্বাস প্রমুখ।

শেয়ার