Top

মাগুরায় সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত

২৫ অক্টোবর, ২০২২ ২:৩০ অপরাহ্ণ
মাগুরা প্রতিনিধি :

সনাতন ধর্মালম্বীদের দিন ব্যাপী ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা গতকাল মাগুরায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাগুরা জেলার ৪ উপজেলার বিভিন্ন স্থানে পূজা মন্ডপ স্থাপন করা হয়।

এসকল মন্ডপে মনোমুগ্ধকর আলোকসজ্জার আয়োজন করা হয়। সনাতন ধর্মালম্বীরা এ সকল মন্ডপে পুজা অর্চনা করে। মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু গতকাল রাতে সদর উপজেলার মাতৃসদনপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মালম্বীদের ধর্ম পালনের আহবান জানান। পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে পুলিশ ও আনসার দায়িত্ব পালন করে।

শেয়ার