Top

মধুপুরে ভুয়া শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে লাখ টাকা জরিমানা

২৬ অক্টোবর, ২০২২ ৮:৪৮ অপরাহ্ণ
মধুপুরে ভুয়া শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে লাখ টাকা জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি :

চিকিৎসাপত্রের প্যাডে নিজেকে মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ হিসেবে নাম ছাপিয়েছেন। ডিগ্রি লেখেছেন এমবিবিএস ঢাকা, পিজিটি শিশু, সিসিডি বারডেম, এফসিপিএস মেডিসিন। দীর্ঘদিন ধরে রোগীদের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন ভুয়া চিকিৎসক মাসুদ আহমেদ (৩৬) নামের এক ব্যক্তি। টাঙ্গাইলের মধুপুরে শাহজালাল ফার্মেসী ও ডায়াগনষ্টিক সেন্টারে তিনি রোগী দেখতেন।

১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটের সামনে অবস্থিত শাহজালাল ফার্মেসীটির। স্থানীয়দের সন্দেহ হলে প্রশাসনকে গোপনে সংবাদ দেয়।

বুধবার দুপুরে শাহজালাল ফার্মেসী ও ডায়গনাষ্টিক সেন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় কথিত চিকিৎসক মাসুদ আহমেদ তার ডাক্তারি পড়াশোনার কোন সনদপত্র দেখাতে পারেন নি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা ও ক্লিনিকের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কথিত চিকিৎসক মাসুদ আহমেদ বরিশালের মুলাদি উপজেলার বানীমর্দান গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, মাসুদ আহমেদ লিখেছেন তিনি ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস ও এফসিপিএস ডিগ্রি নিয়েছেন। কিন্তু আসলে তিনি কোন মেডিকেলে পড়াশোনা করেননি।

মধুপুরের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কথিত ডাক্তার মাসুদ এবং শাহজালাল ডায়াগনষ্টিকের মালিককে জরিমানা করা হয়েছে।

শেয়ার