Top
সর্বশেষ

নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে সাগরে যাচ্ছেন হাতিয়ার জেলেরা

২৮ অক্টোবর, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ
নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে সাগরে যাচ্ছেন হাতিয়ার জেলেরা
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। এ দ্বীপে প্রায় লক্ষাধিক জেলের বসবাস, যাদের উপার্যনের একমাত্র উপায় মাছ শিকার। চলতি মৌসুমে ইলিশের আকাল চলার পর গত ৬ অক্টোবর থেকে ইলিশের প্রজননের জন্য সরকারিভাবে আসে ২২ দিনের নিষেধাজ্ঞা। এসময় সাগরে ইলিশ আহরণ, ক্রয় বিক্রি ও পরিবহন বন্ধ ছিলো। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মুহুর্তে সাগরে মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন হাতিয়ার জেলেরা।

জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান ও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশের বংশ বৃদ্ধিতে সহায়তার লক্ষে সরকার ঘোষণা অনুযায়ি গত ৬ অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাত থেকে জেলার হাতিয়ায় শুরু হয় ২২ দিনের নিষেধাজ্ঞা। ওইদিন থেকে ঘাটে ফিরতে শুরু করে জেলেরা। নিষেধাজ্ঞা চলাকালিন সময় দ্বীপের লক্ষাধিক জেলের মধ্যে কার্ডধারী প্রায় ১১হাজার ১শত জেলেকে দেওয়া হয় সরকারি সহযোগিতা। সরকারি নিষেধাজ্ঞা মেনে সাগরে মাছ শিকারে যায়নি জেলেরা, কিন্তু নিষেধাজ্ঞা মেনেও বেশির ভাগ জেলেই সহযোগিতা না পেয়ে মানবেতর জীবন যাপন করেন।

জেলেরা জানান, সবকিছু ভুলে গিয়ে নিষেধাজ্ঞার পর আজ মধ্য রাত থেকে তাদের জালে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ ধরা পড়বে এমনটাই আশা করছে সবাই। ভালো মাছ ফেলে চলতি মৌসুমে মাছের যে আকাল গিয়েছে তার অনেকটা কাটিয়ে উঠতে পারবে।

এ মৌসুমের শেষ সময়টা ভালো মাছ পেয়ে ধার-দেনা শোধ করার স্বপ্নও দেখছেন জেলেরা। জেলেদের দাবি আগামীতে নিষেধাজ্ঞা চলাকালীন সময় সরকার থেকে দেওয়া সহযোগিতা যেন সঠিক বন্টন হয় সে বিষয়ে তদারকি করার জোর দাবি তাদের।

একইসঙ্গে মূল জেলেদের বাদ দিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও অন্য পেশার লোকদের সহায়তার কার্ড দেওয়ার অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করে মূল জেলেদের কার্ডের আওতায় আনার দাবিও জানান তারা।

জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন কার্ড নিয়ে জেলেদের অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, যারা মাছ ধরার সঙ্গে জড়িত না তাদের কাউকে সহায়তার কার্ড দেওয়া হয়নি। এমন কেউ থেকে থাকলে প্রমাণ পেলে তাদের কার্ড বাতিল করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আগামীতে আরো অনেক জেলেকে নিবন্ধনের আওতায় এনে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এ মৎস্য কর্মকর্তা।

শেয়ার