সবচেয়ে বড় ভৌগলিকসীমা থাকা সত্ত্বেও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নে নেই কোনো মানসম্মত খেলার মাঠ। বলা হয়ে থাকে তিল্লী ইউনিয়ন সাটুরিয়া উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন। এই ইউনিয়নের তিল্লী বাজার, আকাশী ও পারতিল্লী স্কুল মাঠ যত্নের অভাবে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে।
একসময়ে সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের তিল্লী উচ্চ বিদ্যালয় মাঠ ছিলো সবুজে ঢাকা। প্রায় প্রতিদিনই এখানে ফুটবল খেলা চলতো। আজ যেন সেই মাঠ মরুভূমি। অযত্ন অবহেলা আর দখল নামক থাবায় এই মাঠ যেন গ্রাস করছে অজানা কেউ। এ নিয়ে রয়েছে স্থানীয়দের ক্ষোভ ও অভিযোগ। এছাড়াও যেসমস্ত মাঠ রয়েছে তা একেবারেই খেলার অনুপযোগী।
এদিকে আগে একসময় সরকারের নজর এই মাঠ গুলোতে থাকলেও এখন আর নেই। গত বছর জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সময়কালে এই মাঠে কিছুটা মাটি দেয়া হয়। যদিও সেটা পর্যাপ্ত ছিল না। ইতোমধ্যে আবার তিল্লী উচ্চ বিদ্যালয় মাঠের পাশ দিয়ে নেয়া হয়েছে নতুন রাস্তা। এতে করে মাঠের বেশ কিছু অংশ দখল হয়ে গেছে। অথচ এই মাঠ থেকেই খেলাধুলা করে ঢাকার একটা বড়ো দল মুক্তিযোদ্ধা সংসদের ক্লাবে জায়গা করে নিয়েছে দুই যুবক। এছাড়াও আকাশীর মাঠের অবস্থাও বেশ খারাপ। গাইড ওয়াল দেয়া আছে কিন্তু মাটি নাই। এখন মাটি ভরাট করারও লোক নাই, মাটিও নাই। কারোর নজরও নাই বলে ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী।
ইউনিয়নে খেলাধুলার উপযোগী ভালো মাঠ না থাকায় যুবসমাজ থেকে শুরু করে বাচ্চাদের মনেও দাবি জেগেছে একটা মানসম্মত খেলার মাঠের। কেননা যেসকল মাঠ রয়েছে তা একেবারেই খেলার অনুপযোগী। মাঠ অসমতল হওয়ায় খেলার সময় পড়ে গিয়ে ব্যাথা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও যুবসমাজকে নানান রকমের নেতিবাচক আসক্তি হতে রক্ষা করতে একটা ভালো মাঠের বিকল্প নেই তেমনটিই ইঙ্গিত করছে এ ইউনিয়নের লোকজন।
“বানিজ্য প্রতিদিন” এর প্রতিনিধির সাথে আলাপকালে তিল্লী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ধলা বলেন, “সাটুরিয়ার মধ্যে তিল্লী ইউনিয়ন সবচেয়ে বড় একটি ইউনিয়ন। নদীমাতৃক এই অঞ্চলের ভৌগোলিক সৌন্দর্যও বেশ। তথাপি এখানে কোনো ভালো মাঠ নেই। ভালো মাঠ না থাকার কারণে এলাকার যুবসমাজের একাংশ নানান জায়গায় সময় দিচ্ছে। অনেক সময় তারা বিপথগামী বা অন্য কোনো আড্ডায় আসক্ত হচ্ছে। এই অবস্থার পরিবর্তনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট একটা আধুনিক মানসম্মত খেলার মাঠের দাবি করছি।”
অপরদিকে “যুবসমাজকে ধরে রাখতে হলে ক্রীড়াঙ্গন একটা বড়ো মাধ্যম” বলে দাবি করেন মানিকগঞ্জ জেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক সুদের কুমার সাহা। তিনি বলেন, ‘সাটুরিয়ার তিল্লীতে একটা ভালো মাঠ হোক এটা আমিও চাই। যদিও জেলার প্রত্যেকটা উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম রয়েছে। আগামীতে তিল্লী খেলার মাঠের বিষয়টি আমরা লক্ষ্য রাখবো। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই একটা ভালো মাঠ করা সম্ভব। তবে এসময় বাজেট সংকুলানের একটি ইঙ্গিত তুলে ধরেন বর্তমান জেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক এই খেলোয়াড় ।