Top

জ্যানসেনের টিকার কার্যকারিতা ৬৬ শতাংশ, লাগবে এক ডোজ

২৯ জানুয়ারি, ২০২১ ৮:১৬ অপরাহ্ণ
জ্যানসেনের টিকার কার্যকারিতা ৬৬ শতাংশ, লাগবে এক ডোজ

জ্যানসেনের তৈরি টিকা ৬৬ শতাংশ কার্যকর। শুক্রবার (২৯ জানুয়ারি) বেলজিয়ামভিত্তিক ফার্মাসিউটিক্যালস কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

করোনা সংক্রমণ থেকে রক্ষায় জ্যানসেনের টিকা একবার প্রয়োগ করতে হয়। এ পর্যন্ত যতগুলো টিকা প্রয়োগ হচ্ছে সবগুলো ২ ডোজ করে প্রয়োগ হচ্ছে। এ কারণে জ্যানসেনের টিকার প্রতি বিশ্ববাসীর নজর ছিল।

যুক্তরাজ্য ইতোমধ্যে এ টিকার ৩ কোটি ডোজ অগ্রিম অর্ডার করেছে।

নোভাভ্যাক্স জানায়, তাদের টিকার কার্যকারিতা ৮৯ শতাংশ। তাদের এ ঘোষণার পরই জ্যানসেন তাদের টিকার কার্যকরিতার খবর জানায়। ব্যবহারের জন্য উভয়কে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।

জ্যানসেন ফার্মাসিউটিক্যালস কোম্পানির মালিক জনসন অ্যান্ড জনসন। টিকা দুই ডোজ প্রয়োগ করা হলে রোগপ্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হয় কিনা বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।

প্রাথমিক ট্রায়ালে গুরুতর অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে তাদের টিকার কার্যকারিতা ৮৫ শতাংশ বলেও জানানো হয়।

দক্ষিণ আফ্রিকায় জ্যানসেন তাদের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে। দেশটিতে করোনার নতুন স্ট্রেইনের সংক্রমণ বাড়ছে। সেখানে জ্যানসেনের টিকার কার্যকারিতা পাওয়া যায় ৫৭ শতাংশ।

জনসন অ্যান্ড জনসনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. পল স্টোফেলস জানান, তাদের টিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষের জীবন রক্ষায় সহায়তা করতে পারে।

এ বছর ১০০ কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্যমাত্র প্রতিষ্ঠানটি।

শেয়ার