“কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগানে গাজীপুরের শ্রীপুরে নানা আয়োজনে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। দিবসটি উপলক্ষে বিভিন্নস্থানে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে শ্রীপুর থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
এসময় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তরিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমির হোসেন, শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ফকির,সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাংগী প্রমুখ।
অপরদিকে মাওনা হাইওয়ে থানার পুলিশের উদ্যেগে বেলা ১১টায় মাওনা উড়াল সেতুর নিচে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ, শ্রমিকলীগ নেতা মজিবুর রহমান প্রমুখ।
এতে বক্তারা বলেন, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধ বন্ধে পুলিশ ও জনগণকে এক হয়ে কাজ করতে হবে।এসময় সব ধরনের অপরাধ বন্ধে কমিউনিটি পুলিশকে কাজ করার আহবান জানান বক্তারা।