Top
সর্বশেষ

ক্যান্সার আক্রান্ত খাদিজার পাশে আলোর দিশারী মানবসেবা সংগঠন

২৯ অক্টোবর, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ
ক্যান্সার আক্রান্ত খাদিজার পাশে আলোর দিশারী মানবসেবা সংগঠন
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :

কুমিল্লার দাউদকান্দির সুন্দলপুর ইউনিয়নের মুদাফুর্দী গ্রামের নূরুল হক মিয়াজির ছোট মেয়ে ব্লাড ক্যান্সার আক্রান্ত খাদিজা (৭) চিকিৎসার জন্য আলোর দিশারী মানবসেবা সংগঠনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা চিকিৎসা সহযোগিতা প্রদান করা হয়েছে।

শনিবার রাতে সহ-শিল্প বিষয়ক সম্পাদক মো:জাহিদ তালুকদারের অনুদানকৃত অর্থ পরিবারটি হাতে তুলেদেন আলোর দিশারী মানবসেবা সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব এম. এ লতিফ ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলো, সংগঠনের দপ্তর সম্পাদক আশরাফুল আলম, মহিলা সম্পাদিকা জয়া সরকার, সহ- ধর্মবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া, রাসেল আহম্মেদ, হাসান মিয়া রাব্বি, ইউপি সদস্য মো: আশ্রাফ ভুঁইয়া, মো: সানাউল্লাহ মিয়াজি, মো:রোশন হাজী, মো: মাইনুদ্দিন মিয়াজি ও মোঃ আল-আমীন মিয়াজি।

খাদিজার বাবা নূরুল হক মিয়াজী বলেন, আমার মেয়ের বয়স মাত্র ৭ বছর । দীর্ঘ ১ বছর যাবত শিশুটি শারিরিক ভাবে অসুস্থ (ব্লাড ক্যান্সার) হয়ে উন্নত চিকিৎসার অভাবে মুমূর্ষু অবস্থায় আছেন। চিকিৎসা করার মতো সামর্থ আমার নেই। বিত্তবানদের নিকট সহযোগিতা চাচ্ছি।

শেয়ার