Top
সর্বশেষ

শাহরাস্তির ঠাকুর বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

২৯ অক্টোবর, ২০২২ ৬:৫৬ অপরাহ্ণ
শাহরাস্তির ঠাকুর বাজার কমিটির নির্বাচন সম্পন্ন
শাহরাস্তি প্রতিনিধি :

বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র ঠাকুর বাজার কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) ঠাকুর বাজারের নিজস্ব ভবনে সকাল ৯ টা থেকে একটানা বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৭টি পদের বিপরীতে বাজারের ১৮ জন ব্যবসায়ী নির্বাচনে অংশগ্রহণ করেন। মোট ভোটার সংখ্যা ২৩০ জন, যার মধ্যে ভোট প্রদান করেন ২২৪ জন ভোটার।

সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ আব্দুল জাব্বার আনারস মার্কা প্রতীকে পেয়েছেন ১২৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আনোয়ার হোসেন লিটন আম মার্কা প্রতীকে ভোট পেয়েছেন ৯৭ ভোট। বাতিল ভোট ২টি।

সাধারণ সম্পাদক পদে মোঃ নাজির হোসেন পাটোয়ারী বই মার্কা প্রতীকে পেয়েছেন ১৩২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ ফজলুল হক কলম মার্কা প্রতীকে পেয়েছেন ৮৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ শাহিনুর রহমান শাহিন মোরগ মার্কা প্রতীকে পেয়েছেন ১৩৭ ভোট, মোঃ মিজানুর রহমান কলস মার্কা প্রতীকে পেয়েছেন ৮৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মকবুল হোসেন মোবাইল মার্কা প্রতীকে পেয়েছেন ১০১ ভোট, মোঃ আজিজ হোসেন তালগাছ মার্কা প্রতীকে পেয়েছেন ৮১ ভোট, জাহাঙ্গীর আলম তালা চাবি মার্কা প্রতীকে পেয়েছেন ৩৯ ভোট।

কোষাধক্ষ্য পদে মোঃ আজাদ হোসেন সিএনজি মার্কা প্রতীকে ভোট পেয়েছেন ১২৮ ,মোঃ জিলান হোসেন মোটরসাইকেল মার্কা প্রতীকে পেয়েছেন ৯২ ভোট। বাতিল ভোট ৪ টি।

প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন ফুটবল মার্কা প্রতীকে পেয়েছেন ১২০ ভোট, মোঃ মোশারফ হোসেন চশমা মার্কা প্রতীকে পেয়েছেন ৫৫ ভোট, মোঃ আরিফ হোসেন ক্রিকেট ব্যাট মার্কা প্রতীকে পেয়েছেন ৪০ ভোট। বাতিল ভোট ৮ টি।

দপ্তর সম্পাদক পদে সুজন শীল টেলিভিশন মার্কা প্রতীকে পেয়েছেন ৮৪ ভোট, মোঃ ফরিদ হোসেন টেবিল মার্কা প্রতীকে পেয়েছেন ৭৬ ভোট, মোঃ সারোয়ার আলম পাটোয়ারী তলোয়ার মার্কা প্রতীকে ৫৬ ভোট।

শাহরাস্তি উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন এ নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। প্রিজাইডিং অফিসার হিসেবে শাহরাস্তি পৌরসভার নির্বাহী প্রকৌশলী নেয়াজুর রহমান, সহকারী প্রিজাইডিং হিসেবে শাহরাস্তি পৌরসভার প্রধান সহকারী মোঃ নজরুল ইসলাম দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য যে, সহ সভাপতি পদে এনায়েত মজুমদার প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।

শেয়ার