Top
সর্বশেষ

গ্রামীণফোনের অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা

১৫ জুলাই, ২০২০ ১১:২৭ পূর্বাহ্ণ
গ্রামীণফোনের অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড অন্তর্বর্তী ডিভিডেন্ড (Interim Dividend) ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত অর্ধবার্ষিক হিসাবের ভিত্তিতে এই ডিভিডেন্ড ঘোষণা করছে। এ সময়ের জন্য তারা শেয়ারহোল্ডারদেরকে ১৩০ শতাংশ নগদ ডিভিডেন্ড দেবে।

মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পষর্দের বৈঠকে ডিভিডেন্ড দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গ্রামীণফোন সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচিত বৈঠকে সর্বশেষ প্রান্তিকসহ চলতি হিসাববছরের প্রথমার্ধের (জানুয়ারি’২০-জুন’২০) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিভিডেন্ডের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ আগস্ট।

শেয়ার