Top
সর্বশেষ

দাউদকান্দিতে বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৩০ অক্টোবর, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ
দাউদকান্দিতে বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :

কুমিল্লার দাউদকান্দি উপজেলার অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উন্নয়ন কর্মকান্ড পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা, দোয়া মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে।

রোববার সকালে ওই ইউনিয়নের নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে “বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি মো. নূরআলম ভূঁইয়া (আলম)এর সভাপতিত্বে প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম টাইগার, সংগঠনের উপদেষ্টা আল্লামা সাইফুল ইসলাম জিহাদী, রোটারিয়ান মোঃ শাহীন আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার মোঃ হেলাল উদ্দিন শিকদার, আব্দুল কাইয়ুম তালুকদার।

সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ ভূঁইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু সাঈদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী সাঈদুর রহমান, সমাজ সেবা বিষয়ক সম্পাদক জাকির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আলআমিন তপু, সদস্য আল আমিন তালুকদার, রাজু প্রধান, মোয়াজ্জেম প্রধান, মাসুম প্রধান, মোজাম্মেল ও ইয়াসিন প্রধান রাহাত।

শেয়ার