Top

কলাপাড়ায় বাণিজ্য প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩০ অক্টোবর, ২০২২ ৮:০৩ অপরাহ্ণ
কলাপাড়ায় বাণিজ্য প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মো: ফোকানুল ইসলাম,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: :

পটুয়াখালীর কলাপাড়ায় জনপ্রিয় দৈনিক বাণিজ্য প্রতিদিন প্রত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (৩০ অক্টোবর) কলাপাড়া রিপোটার্স ইউনিটির মিলানায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপুর সঞ্চালনায় সহ-সভাপতি রাসেল কবির মুরাদ এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বানিজ্য প্রতিদিন’র কলাপাড়া উপজেলা প্রতিনিধি মো: ফোরকানুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নাসির উদ্দিন হাওলাদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য নীহার রঞ্জন সরকার মিল্টন, কলাপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু।

এসময় আরও উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য এ.এম মিজানুর রহমান, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো: জসিম, কলাপাড়া প্রেসক্লাব সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অমল মূখার্জী ও খেপুপাড়া সরকারি মোজার উদ্দিন বিশ্বাস কলেজ’র প্রভাষক রেজাউল করিম কেনান। এছাড়া কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার