পাঠক নন্দিত জাতীয় ‘দৈনিক যুগান্তর’ পত্রিকা প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে প্রথম হওয়ায় বাংলাদেশ ‘প্রেস কাউন্সিল’ পদক প্রাপ্তিতে ফরিদগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় পাঠক সংগঠন স্বজন সমাবেশ উপজেলা শাখার সভাপতি হাজী কামরুল হাসান সউদ এর সভাপতিত্বে ও যুগান্তর ফরিদগঞ্জ প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এ সময় তিনি বলেন, যুগান্তর পত্রিকা যুগান্তকারী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের মাঝে জায়গা করে নিয়েছে, পত্রিকাটির প্রতিষ্ঠাতা ও মালিক যুমনা গ্রুপের
চেয়ারম্যান নুরুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারোয়ার ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তাই মুক্তিযোদ্ধাদের হাতেগড়া পত্রিকাটি গণমানুষের কথা বলবে এটাই স্বাভাবিক। শহরের বাইরে গ্রামের সাধারণ মানুষের কথা বলবে। তাদের সুখ দু:খের কথা লিখবে । প্রেসকাউন্সিল পদক তারই স্বীকৃতি। প্রতিষ্ঠানিক এমন স্বীকৃতিতে যুগান্তর পরিবারের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন।
এখন তাদের আরো দায়িত্ব বেড়ে গেল। আমি আগামী পথ যাত্রায় যুগান্তরের জন্য শুভ কামনা। সময়ের পরিবর্তনের সাথে যুগান্তর আরো পাঠক নন্দিত হয়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা আ’লীগের সভাপতি এড. নাজমুন নাহার অনি, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম কে মানিক পাঠান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সহ-সভাপতি আমান উল্যা আমান, বিসিক কর্মকর্তা ও স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা সম্পাদক আহসান হাবীব।
উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর জাহিদ হোসেন, ফরিদগঞ্জ বাজার ব্যাবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা রবিউল হোসেন, রাজনীতিবিদ মনির হোসেন, সাংবাদিক এসএম মিজানুর রহমান, নারায়ন রবিদাস, আনিছুর রহমান সুজন, নুরুল ইসলাম ফরহাদ, শরিফ হোসেন, শিমুল হাসান, আব্দুল কাদের, আমানুল্লাহ খান ফারাবী, মামুন হোসাইন, এফ এ মানিক, শাখাওয়াত হোসেন প্রমুখ।