Top

ফরিদপুরে ৫ জেলার সমন্বয়ে বিএনপির প্রস্তুতি সভা

০২ নভেম্বর, ২০২২ ১:০১ অপরাহ্ণ
ফরিদপুরে ৫ জেলার সমন্বয়ে বিএনপির প্রস্তুতি সভা
ফরিদপুর প্রতিনিধি :

বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে আগামী ১২ নভেম্বরের গণসমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে ।

মঙ্গলবার রাতে ফরিদপুর জেলা বিএনপির কার্যালয়ে , ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।

প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ , কেন্দ্রীয় যুবদলের নেতা মাহাবুবুল হাসান পিংকু , বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সেলিম , জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন , ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ , জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল , জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন , মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ সহ গোপালগঞ্জ , মাদারীপুর , শরীয়তপুর , রাজবাড়ী জেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ।

বক্তারা সমাবেশ স্থলে আসতে বিএনপির নেতা কর্মীদের যদি কেউ বাধা প্রদান করে তা রাজপথে মোকাবেলা করা হবে এবং আসন্ন বিভাগীয় সম্মেলনকে সফলভাবে সংগঠিত করার জন্য নেতা কর্মীদের আহবান জানান ।

শেয়ার