Top
সর্বশেষ

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

০২ নভেম্বর, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ছাত্রীর নাম তানজিনা আক্তার (৮)। সে রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী

মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আনজির বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এলাকার মেম্বার মোজাম্মেল হক মানিক বলেন, মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজের বিছানায় ঘুমাতে যান তানজিনা। ঘুমন্ত অবস্থায় সাড়ে এগারোটার দিকে তাঁর বাম হাতের আঙ্গুলে একটি বিষধর সাপ কামড় দেয়। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খায় সে। পানি খাওয়ার পর সে ছটফট করতে থাকে। এই অবস্থায় রাতের তিনটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তাঁর পরিবার। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানজিনাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, রাতে সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার