টাঙ্গাইল জেনারেল হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে অপারেশন থিয়েটারে (ওটি) নার্সদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। ওই দুই চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ১০ নার্স। অভিযুক্তরা হলেন ডা. মোখলেসুর রহমান এবং ডা. আসজাদুর রহমান শোভন।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেনারের হাসপাতালের সহকারী পরিচালক বরাবর এই লিখিত অভিযোগ দেওয়া হয়।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ নভেম্বর) অপারেশন থিয়েটারে রোগীর অপারেশন চলাকালীন ডা. মোখলেসুর রহমান ট্রলি সাজানো হয়নি বলে সিনিয়র স্টাফ নার্স রাবেয়া খাতুনের সঙ্গে রাগারাগি করেন। এ সময় অপর সিনিয়র স্টাফ নার্স দীপ্তি রানী পাঠককে ডা. আসজাদুর রহমান শোভন পেটে লাথি মেরে বের করে দেবেন বলে হুমকি দেন। এরপর তিনি ইনচার্জসহ উপস্থিত নার্সদের অপারেশন থিয়েটার থেকে বের করে দেন। এর আগেও অভিযুক্ত দুজন বিভিন্ন সময় অপারেশন থিয়েটারে অকথ্য ভাষা প্রয়োগ, অশালীন আচরণ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ডা. মোখলেসুর রহমান বলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার ওটিতে নার্সদের সঙ্গে অনেক সময় কথা কাটাকাটি হয়। তবে লিখিত অভিযোগের বিষয়টি আমার জানা নেই।
এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।