Top

নোয়াখালীতে জেল হত্যা দিবস পালিত

০৩ নভেম্বর, ২০২২ ১:২৬ অপরাহ্ণ
নোয়াখালীতে জেল হত্যা দিবস পালিত
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী জেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় নোয়াখালী জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় চার নেতার অস্থায়ী ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর কারাগরে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। এ ঘৃণ্য-বর্বরোচিত হত্যাকান্ডের সাথে জড়িতরাই স্বাধীনতার বিরোধী। স্বাধীনতা বিরোধী এসব অপশক্তি যাতে কোনভাবে মাথা ঝাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

শেয়ার