Top
সর্বশেষ

মাধবপুরে প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

০৪ নভেম্বর, ২০২২ ২:১১ অপরাহ্ণ
মাধবপুরে প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
মাধবপুর প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে প্রেমে ব্যর্থ হয়ে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত আতিকুল ইসলাম মিশু (১৭) মওলানা আসাদ আলী ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র। সে উপজেলার ১০ নং ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের দুবাই প্রবাসী শামসুল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে তারেকের (১৭) সাথে একই গ্রামের আহম্মদ আলীর মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। অপর দিকে বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের শফিক মিয়ার ছেলে ঘাতক শিমুল মিয়া (২২), আহম্মদ আলীর মেয়ের সাথে প্রেমে ব্যর্থ হয়ে তারেকের প্রতি ক্ষিপ্ত হয়।

বৃহস্পতিবার রাতে তারেক ও তার বন্ধু নিহত মিশু ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল ও কলেজ মাঠে ওয়াজ শুনতে যায়। অপরদিকে ঘাতক শিমুল তাদেরকে মারার জন্য দলবল নিয়ে ওঁৎ পেতে থাকে।

ঘটনার দিন ৩ নভেম্বর (বৃহস্পতিবার) রাত অনুমান ১.৩০ ঘটিকার সময় ছাতিয়াইন বিশ্বনাথ স্কুল এন্ড কলেজ মাঠের সামনে বাজারের রাস্তায় পূর্বপরিকল্পিতভাবে শিমুল তার দলবল নিয়া আতিকুল ও তারেকের উপর হামলা করে। আতিকুল পেটে চাকুর আঘাতপ্রাপ্ত হয়। তারেক কোমরে চাকুর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাদের উদ্ধার করে রাত ৩.৩০ ঘটিকার সময় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে আতিকুল চিকিৎসাধীন অবস্থায় রাত্র ৪.৩০ ঘটিকার সময় মৃত্যুবরণ করে। অপরদিকে তারেককে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃবেলায়েত হুসেন বলেন এখনো কাউকে গ্রেফতার করা হয়নি,তবে এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এই বিষয়ে মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান,লাশের সুরতহাল সনাক্ত চলছে। পোস্টমর্টেমের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

শেয়ার