Top
সর্বশেষ

শাল্লায় জাতীয় সমবায় দিবস উদযাপন

০৫ নভেম্বর, ২০২২ ৪:০৪ অপরাহ্ণ
শাল্লায় জাতীয় সমবায় দিবস উদযাপন
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার গণমিলনায়তনে জাতীয় সমবায় দিবস-২০২২ এর অনুষ্ঠান উদযাপন করা হয়।

শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেবের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা হিরণ্ময় রায়ের সঞ্চালনায়

বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাশ, বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র দাশ, বিআরডিবি কর্মকর্তা মোছাঃ পারভীন আক্তার, প্রতাপপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি পিযুষ দাস।

বক্তারা বলেন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার লক্ষ্যে সমবায় সমিতির উপর অনেক গুরুত্বারোপ করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন। সমবায় সমিতির সফল কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন গ্রাম, উপজেলা উন্নয়ন হয়েছে এমনকি বিশ্বের ভিয়েতনাম ও রাশিয়ার মতো দেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই একতাবদ্ধ হয়ে কাজ করলে সবই সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, সমবায় সমিতির সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলার সফল ৪টি সমবায় সমিতির কাছে পুরস্কার বিতরন করা হয়।

সর্বশেষ সভাপতির বক্তৃতার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস-২০২২ অনুষ্ঠানের কার্যক্রমের সমাপ্ত করা হয়।

শেয়ার