Top
সর্বশেষ

সিরাজগঞ্জে মোটরসাইকেল উদ্ধারসহ ৩ চোর গ্রেপ্তার

০৬ নভেম্বর, ২০২২ ৬:৪৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে মোটরসাইকেল উদ্ধারসহ ৩ চোর গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত ৩ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো-ওই উপজেলার কান্দাপাড়া গ্রামের আকাশ বাঁধন (২৪), একই এলাকার দ্বাবারিয়া গ্রামের রকিব হোসেন (২৯) ও পাবনার সাথিয়া উপজেলার করমজা সরদারপাড়া গ্রামের আমিন আহম্মেদ (৩৩)। তবে আমিন আহম্মেদ শাহজাদপুর পৌর এলাকার রূপপুর নতুনপাড়া মহল্লায় ভাড়া থাকতো।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুর ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৫ অক্টোবর শাহজাদপুর উপজেলার দ্বাবারিয়া মহল্লার আলমগীর হোসনের একটি কালো-সবুজ রংয়ের ডিসকভার ১৫০ সিসি মোটর সাইকেল চুরি হয়।

এ ব্যাপারে শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার পর পুলিশ তদন্ত শুরু করে এবং শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাতে ঢাকার সাভারের ব্যাংক পাড়া থেকে চুরি যাওয়া ওই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার