Top
সর্বশেষ

শাল্লায় প্রধান শিক্ষক সংকটে প্রাথমিক শিক্ষার বেহাল দশা

০৭ নভেম্বর, ২০২২ ৬:০০ অপরাহ্ণ
শাল্লায় প্রধান শিক্ষক সংকটে প্রাথমিক শিক্ষার বেহাল দশা
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের শাল্লায় প্রাথমিক শিক্ষায় ধস নামছে প্রধান শিক্ষক সংকটের কারণে। প্রধান শিক্ষকের অভাবে স্কুলের সার্বিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষকের পদ পূরণ করার প্রক্রিয়া চলছে। শুধু শিক্ষক নয়, উপজেলায় প্রধান শিক্ষকদের পাশাপাশি কর্মচারীর সংকটও রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৪ টিতে প্রধান শিক্ষকের (চলতি দায়িত্ব) পালন করছেন। আর ২৮ টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয়গুলোতে শিক্ষার সকল কার্যক্রমে অবনতি হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস রায় জানান- উপজেলার ১০৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৮ টিতে প্রধান শিক্ষক নেই। আর ৩৪টিতে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, প্রধান শিক্ষক না থাকলে বিদ্যালয়গুলোর পাঠদানে কিছুটা ব্যাঘাত ঘটবে এটাই স্বাভাবিক। তিনি আরও বলেন, আমি বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশাকরছি প্রধান শিক্ষককের পদগুলো ফিলাপ হবে। তবে শুধু প্রধান শিক্ষকই নয়, রয়েছে আমাদের স্কুলের কিছু কর্মচারীও সংকট।

এব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান বলেন- প্রধান শিক্ষকের পদ শূন্যের বিষয়ে আমরা ডিজি স্যারকে প্রতিবেদন পাঠাইছি কিন্তু কবে নাগাদ নিয়োগ হবে সেটা বলতে পারছি না। আর দপ্তরী কাম-প্রহরী নিয়োগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- এটা প্রথমে উপজেলা ভিত্তিক নিয়োগ ছিল পরে জেলার ডিসির সভাপতিত্বে একটা কমিটি করে দিয়েছিল। উপজেলার চেয়ারম্যানরা নিয়োগ দিতে না পেরে উনারা হাইকোর্টে রিট করেছেন তাই এটা ঝুলে রয়েছে।

শেয়ার