Top

মেলান্দহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

০৭ নভেম্বর, ২০২২ ৭:১৫ অপরাহ্ণ
মেলান্দহে জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালিত
জামালপুর প্রতিনিধি :

জামালপুর জেলার মেলান্দহ থানা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষে মেলান্দহ উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে আলোচনা সভা আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব ও জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আলহাজ্ব নূরুল আলম সিদ্দিকী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার।

সভার সভাপতিত্ব করেন, মেলান্দহ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ারুল কাদের শামুক তালুকদার।

আরো উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ ও পৌরবি বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ সহজ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার