Top

শেরপুরে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

০৮ নভেম্বর, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ
শেরপুরে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
শেরপুর প্রতিনিধি :

শেরপুরে জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। ৭ নভেম্বর সোমবার বিকেলে নিউমার্কেট মোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

সভাপতির বক্তব্যে রুবেল বলেন, লক্ষ লক্ষ গুলি করেও গণতন্ত্র পুনরূদ্ধারের আন্দোলন আর দমানো যাবেনা।

তিনি আরও বলেন, এ অবৈধ সরকার ইতিহাস বিকৃত করে দেশের প্রকৃত ইতিহাসকে মুছে ফেলতে প্রতিনিয়ত অপপ্রয়াস চালিয়ে গেলেও এদেশের জনগণের মন থেকে শহীদ জিয়াকে ও তাঁর আদর্শে গড়া প্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপিকে মুছে ফেলতে পারেনি। শহীদ জিয়া ১৯৭৫ সালে ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে এদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে এনে দেশকে স্বনির্ভর ও সমৃদ্ধশালী হিসাবে গড়ে তুলেছিল।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আউয়াল চৌধুরী, শফিকুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির সভাপতি এ. বি. এম. মামুনুর রশিদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন, জেলা শ্রমিক দলের সভাপতি মো. শওকত হোসেন প্রমুখ।

আলোচনা সভার আগে এক বিশাল শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।

শেয়ার