Top
সর্বশেষ

ঘোড়ার গাড়িতে চড়ে গণপ্রকৌশল দিবসের র‍্যালী

০৮ নভেম্বর, ২০২২ ৭:১৭ অপরাহ্ণ
ঘোড়ার গাড়িতে চড়ে গণপ্রকৌশল দিবসের র‍্যালী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়ে গণপ্রকৌশল দিবসের বর্ণাঢ্য র‍্যালী করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। “টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে একটি বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিতে ঘোড়ার গাড়িতে চড়ে দিবসটটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে র‍্যালিটি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা শহরের নিউ মার্কেটের সামনে গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের আবাসিক এলাকায় গিয়ে র‍্যালিটি শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে অংশগ্রহণ করে।

বর্ণাঢ্য র‍্যালীর আগে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। এসময় তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের অবদানের ফলস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের চিত্র পাল্টে গেছে। দেশের স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত এই সংগঠনটি এখন পর্যন্ত দেশের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে সার্বিক অবকাঠামো উন্নয়ন ও রক্ষণা-বেক্ষণ কার্যক্রমের বৃহৎ অংশ বাস্তবায়নের সাথে ডিপ্লোমা প্রকৌশলীরা ওতপ্রোতভাবে জড়িত। সরকারের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে ডিপ্লোমা প্রকৌশলীদের শ্রম, মেধা, একনিষ্ঠতা ও সৃজনশীলতা অপরিহার্য।

এসময় অন্যান্য বক্তারা বলেন, ২০৪১ সালের মধ্যে সুখী ও সমৃদ্ধশালী উন্নত দেশ গড়তে সরকার বহুমাত্রিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বাস্তবায়িত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর, ঢাকা মেট্রোরেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হাইটেক পার্কের মতো মেগাপ্রকল্প। জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে দেশ আজ এগিয়ে যাচ্ছে। সরকারের বিশাল উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়ন ও পরিচালনার ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ ব্যাপক অবদান রাখছে।

র‍্যালীতে উপস্থিত ছিলেন, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবির সহ-সভাপতি মো. খুরশিদ আলম, জেলা শাখার আহ্বায়ক মো. মেহেদী খান, সদস্য সচিব ফিরোজ হোসেন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা শিক্ষার্থীরা।

শেয়ার