Top

কোভিট পরবর্তী সময়ে পাঁচটি প্রতিষ্ঠান গড়ে তুললেন প্রবাসী তরুণ

১২ নভেম্বর, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ
কোভিট পরবর্তী সময়ে পাঁচটি প্রতিষ্ঠান গড়ে তুললেন প্রবাসী তরুণ
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের গড়পাড়ায় মহামারী করোনা চলাকালীন সময় হতে শুরু করে প্রবল মনোবলকে ধারণ করে একটি নয় দুটি নয় পাঁচ পাঁচটি প্রতিষ্ঠান গত দুই বছরে গড়ে তুলেছেন সিংগাপুর ফেরত প্রবাসী এক তরুণ।

প্রবাসী বাংলাদেশি এই তরুনের নাম আনিছুর রহমান আনিছ। গতকাল রাতে পালকি কমিউনিটি সেন্টার ও ক্যাফে সিংগাপুর নামের দুটি প্রতিষ্ঠানের উদ্বোধনের মধ্যদিয়ে আনিছ এন্টারপ্রাইজ এগিয়ে গেলো আরও একধাপ।

গত শুক্রবার রাতে প্রতিষ্ঠান দুটো আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিংগাপুরস্থ মানিকগঞ্জ সমিতির সভাপতি তারেক সালমান শাহীন, মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর তসলিম হৃদয়, কবির হোসেন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা আক্তারসহ আরও অনেকে।

আনিছুর রহমান গত দুই বছর আগে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শাখা, তানভীর ট্যুর এন্ড ট্রাভেলস এবং এ টু জেট শপিং মল নামক তিনটি প্রতিষ্ঠানের মধ্য দিয়ে তার ব্যবসায়িক যাত্রা শুরু করেন।

শেয়ার