মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথুড়ী গ্রামে গতকাল দিনভর দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত ও ২২টি ঘরবাড়ীতে ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ অসিত কুমার রায় জানান,শুক্রবার ১১ নভেম্বর সকালে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে আহাদ মেম্বারের সমার্থক ও বাবু মাষ্টারের সমর্থকদের মধ্যে এই সংর্ঘের ঘটনা ঘটে। তবে পূর্বশত্রুতার জেরেই এই সংর্ঘের ঘটনা বলে জানা যায়।
এতে উভয় পক্ষের প্রায় ২২টি ঘরবাড়ীতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় ৩০ জন আহত হয়।
এ সময় সোহেল, আবুল মোল্যা,শাহরিয়া, রেজাউল মোল্যা,হারুন, আমিনুর,শহিদুল মোল্যা,জাফর ও জামালের বাড়ীসহ প্রায় ২০টি ঘরবাড়ীতে ভাংচুর করে।এ বিষয়ে বাবু মাষ্টার বলেন,পাশ্ববর্তী খলিশাখালি গ্রাম থেকে লোক ভাড়া করে এনে খুব সকালে আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের বাড়ী ঘরে হামলা করে ব্যাপক ভাংচুর করেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহম্মদপুর থানার ওসি তদন্ত বোরহানুর ইসলাম ঘটনাস্থলে রয়েছেন। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
ওসি অসিত কুমার রায় জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পূনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।