Top
সর্বশেষ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ছয় কেজি স্বর্ণ উদ্ধার

১২ নভেম্বর, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ছয় কেজি স্বর্ণ উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে ছয় কেজি ওজনের ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা।

শনিবার (১২ নভেম্বর) সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮ এর সিটের নিচ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক তাসলীম আহমেদ।

সূত্র জানায়, চব্বিশ ক্যারেটের ওই স্বর্ণের বারগুলোর ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-148 ফ্লাইটের window 4J সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। যার বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা।

বিমানবন্দরের ব্যবস্থাপক তাসলীম বলেন, শনিবার (১২ নভেম্বর) সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮ দুবাই থেকে শাহ আমানতে অবতরণ করে। বিজনেস ক্লাসের একটি সিটে কালো ট্যাপে মোড়ানো অবস্থায় সাড়ে ছয় কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

শেয়ার