Top
সর্বশেষ

সিরাজগঞ্জে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১২ নভেম্বর, ২০২২ ৭:১৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের ২দিন পর করতোয়া নদী থেকে কলেজ ছাত্র মনির হোসেনের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে রূপপুর পুরানপাড়া গ্রামের রিকশা শ্রমিক হারুন অর রশিদের ছেলে ও স্থানীয় ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত কলেজ ছাত্র মনির হোসেন বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তার বন্ধুদের সাথে করতোয়া নদীতে নৌকাযোগে ঘুরে বেড়াচ্ছিল এবং রাতে বন্ধুরা বাড়ি ফিরে এলেও সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। শনিবার সকালে জেলেরা ওই নদীতে মাছ ধরতে গিয়ে তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ দিকে ওই নদী থেকে কলেজ ছাত্র মনিরের লাশ উদ্ধারের পর তার পরিবারের মধ্যে শোকের মাতম চলছে বলে জানা গেছে।

শেয়ার