Top

কোটালীপাড়ায় ৪র্থ শিল্প বিপ্লবের সাথে কর্মশালা

১৫ নভেম্বর, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
কোটালীপাড়ায় ৪র্থ শিল্প বিপ্লবের সাথে কর্মশালা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২২-২৩ অনুযায়ী ‘৪র্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত প্রযুক্তিসমূহ ও করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর আয়োজনে প্রতিষ্ঠানটির একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালাটির উদ্বোধন করেন।

বাপার্ডের মহাপরিচালক সৈয়দ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ড. সালেহ আহম্মেদ, বাপার্ডের পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবী, উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মোঃ আব্দুল গনি মিনা, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোশারফ উদ্দিন বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মশিউর রহমান বলেন, ‘৪র্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত প্রযুক্তি বিষয়ে আমরা যুক্ত হতে না পারলে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো না। আমি মনে করি আগামী ১০ বছরের মধ্যে আমাদের দৈনন্দিন কাজকর্ম ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে।

এ কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

 

শেয়ার