Top

ফরিদপুরের নগরকান্দায় বীর মুক্তিযোদ্ধার উপর হামলায় আহত-৩

১৬ নভেম্বর, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
ফরিদপুরের নগরকান্দায় বীর মুক্তিযোদ্ধার উপর হামলায় আহত-৩
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দায় এক বীর মুক্তিযোদ্ধাকে মারপিট সহ তার পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

জানাযায়, উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের মৃত ছামাদ শেখের পুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ (৭৮) এর সাথে পার্শ্ববর্তী কল্যাণপট্টি গ্রামের মোঃ মিন্টু ফকিরদের জমিজমা সংক্রান্ত দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিলো।

এরই ধারাবাহিকতায় গত (১৪ নভেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ তার ফসলি জমিতে কাজ করতে গেলে মিন্টু ফকিরের ছেলে নাজমুল ফকির (১৬) ও তার পরিবারের সদস্যরা মুক্তিযোদ্ধার উপর হামলা চালায় ও পরিবারের সদস্যদের মারপিট করে।

এতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ (৭৮), তার স্ত্রী মোসাঃ রোকেয়া বেগম (৫৮) ও কন্যা মোসাঃ রুশি আক্তার (২০) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ বাদি হয়ে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় ক্ষোভ ও বিচার দাবী করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
এ ঘটনার অভিযুক্তরা পলাতক থাকায় কোনো বক্তব্য জানা যায়নি।

ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ২ জনকে আটক করে আদালতে পাঠিয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার