ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামে জয়গুন বেগম (৩৩) নামের এক গৃহবধু গলায় শাড়ি পেচিয়ে রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধার পূর্বে এই গৃহবধুকে নিজের থাকার ঘরের আড়ার সাথে গলায় শাড়ি পেচানো অবস্থায় ঝুলতে দেখে প্রতিবেশিরা। প্রতিবেশিদের চিৎকার চেচামেচি শুনে গৃহবধুর মেয়ে নাদিয়া (১১) ছুটে এসে স্থানীয়দের সহায়তায় বটিদিয়ে কাপড় কেটে নিচে নামায় তার মাকে।
জয়গুন ঐ গ্রামের বাসিন্দা সৌদী প্রবাসী রাসেল খান (৩৫)এর স্ত্রী।তাদের ঘরে দুটি সন্তান রয়েছে।বড় মেয়ে নাদিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী ও ছেলে তামিমের বয়স ৭ বছর।গৃহবধুর মেয়ে নাদিয়া বলেন সে ও তার ভাই বিকেলে খেলতে গিয়েছিল।
খবর পেয়ে বাড়িতে এসে ঘরের আড়ার সাথে মাকে ঝুলতে দেখে বটি দিয়ে আড়া হতে কাপড় কেটে দেয় সে।গৃহবধুর শ্বশুর আব্দুল জব্বার খান বলেন তিনি পাশের গ্রামে বাড়ি করে বসবাস করছেন। জয়গুন তার বড় ছেলের বৌ।জয়গুন খুব শান্তশৃষ্ট প্রকৃতির ছিল।তার বড় ছেলে রাসেল প্রায় ৩মাস হলো সৌদীআরব গিয়েছে ও ছোট ছেলে রাশেদও সৌদৗআরব থাকে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ময়না তদন্তের রিপোর্টের পর আসল ঘটনা
উদ্ধার করে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।