Top
সর্বশেষ

বিশ্বমঞ্চে ডাচদের বিপক্ষে প্রথমবার সেনেগাল

২১ নভেম্বর, ২০২২ ১২:১৫ অপরাহ্ণ
বিশ্বমঞ্চে ডাচদের বিপক্ষে প্রথমবার সেনেগাল
নিজস্ব প্রতিবেদক :

বিশ্বমঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হবে সেনেগাল আর নেদারল্যান্ডস। এটা ডাচদের একাদশ আর আফ্রিকান দেশটির তৃতীয় বিশ্বকাপ। আগে যে দুইবার সেনেগাল বিশ্বকাপে কোয়ালিফাই করেছে; সেই দুই আসরের একটিতেও বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তিনবারের রানার্সআপরা।

নেদারল্যান্ডস তিনবার ফাইনাল খেললেও বিশ্বকাপে সেনেগালের সর্বোচ্চ অর্জন কোয়ার্টার ফাইনাল।

বিশ্বকাপ শুরুর আগে সাম্প্রতিক পারফর্ম্যান্স; দুই দলের দর্শকদেরই স্বপ্ন দেখাচ্ছে। বিশ্বকাপ শুরুর আগে খেলা ৪টি প্রস্তুতি ম্যাচেই অপরাজিত আফ্রিকান চ্যাম্পিয়নরা; অন্যদিকে নেদারল্যান্ডস সবশেষ হেরেছে ১৫ ম্যাচ আগে। গ্রুপ-এ এর লড়াই মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ রাত ১০টায়, কাতারের রাজধানী দোহার আল থুমামা স্টেডিয়ামে।

বিশ্বকাপে আসার আগে সেনেগাল বিশাল ধাক্কা খেয়েছে। সেনেগালের সুপার স্টার সাদিও মানের চোট বড় হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের জন্য। তবে মানেকে ছাড়া তাদের ব্যাকলাইনের পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এছাড়া চেলসির তারকা জুটি কালিদু কৌলিবালি এবং গোলরক্ষক কিপার এডুয়ার্ড মেন্ডি নেতৃত্বে রক্ষণাত্মক তৃতীয়টি তাদের সাফল্যের চাবিকাঠি হবে।

সেনেগাল (ফরমেশন ৪-৩-৩) মেন্ডি, সাবালি, সিসে, কৌলিবালি, তোরে, সার, মেন্ডি, গুয়ে, ইসমাইলা, দিয়া, দিয়াট্টা।

নেদারল্যান্ডস (ফরমেশন ৩-৪-১-২)- পাসভির, টিম্বার, ভ্যান ডাইক, আকে, ফ্রিম্পং, ডি ইয়ং, কুপমেইনারস, ব্লাইন্ড, গাকপো, ক্লাসেন, বার্গউইজন।

বিপি/আজাদ

শেয়ার