Top
সর্বশেষ

আমবাড়ি-আদারবাজার খেয়াঘাট পারাপারে ঝুঁকি

২১ নভেম্বর, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ
আমবাড়ি-আদারবাজার খেয়াঘাট পারাপারে ঝুঁকি
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ সদর এবং দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি-আদারবাজার খেয়াঘাট অত্যন্তঝুঁকিপূর্ণ হওয়ায় পারাপারে মারাত্মক কোন দূর্ঘটনার আশঙ্কা করা যাচ্ছে। সুরমা নদী ভাঙ্গনে আমবাড়ি অংশের ঘাটের অবস্থা বেহাল। যেকোন সময় ভেঙ্গে মারাত্মক কোন দূর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কার জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হচ্ছেন।

ঘাটের ইজারাদার উঠানামার পথে বাঁশের বেড়া ও বালুভর্তি বস্তা দিলেও ঝুঁকিমুক্ত হয়নি। ফলে ঝুঁকি নিয়ে সর্বসাধারণকে পারাপার করতে হচ্ছে। বিশেষ করে মহিলা,বৃদ্ধ ও শিশুদের পারাপারে ঘাটটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোন সময় ঘাটটি ধ্বসে পড়ে প্রাণহানি ঘটতে পারে।

বিগত বছরে আমবাড়ি বাজার নদী ভাঙ্গন রক্ষার করতে নামকাওয়াস্তে প্রতিরোধের নিমিত্তে কিছু বালু ভর্তি বস্তা ফেলা হয়েছিল। কিন্তু বর্তমানে প্রচন্ড ভাঙ্গন দেখা দিলেও প্রশাসনিকভাবে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। ফলে ঝুঁকিপূর্ণ খেয়াঘাট দিয়েই দুই পাড়ের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।

ঘাটটির ইজাদার সাবেক ইউপি সদস্য মো.আব্দুল মছব্বির জানান, যাত্রীদের সুবিধার্থে আমি নিজ উদ্যোগে বাঁশের বেড়া ও বালুভর্তি বস্তা ফেলে প্রাথমিক ব্যবস্থা নিয়েছি। কিন্তু সংকুলান হচ্ছে না। ঝুঁকি থেকেই যাচ্ছে। প্রশাসন এগিয়ে না আসলে আমার কিছু করার নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানাই।

শেয়ার