Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৪ নভেম্বর, ২০২২ ৪:২৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারের চৌধুরী সুমন মার্কেটের সামনে অভিযান চালিয়ে ১৮২ পিচ ইয়াবাসহ মোঃ কাওছার আলী শেখ (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃত কাওছার সদর উপজেলার বিলগজারিয়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে। র‌্যাব-১২’র লেফটেন্যান্ট স্কোয়াড কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারের চৌধুরী সুমন মার্কেটের সামনে অভিযান চালিয়ে ১৮২ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

সে দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার