গোল খেয়ে দমে যায় নি ঘানা, মাথা ঠান্ডা রাখার ফল হিসেবেই ৭৩ মিনিটে সমতায় ফিরে তারা। গোল করেন ঘানা অধিনায়ক আন্দ্রে আইয়ু। তবে ঘানার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৮ মিনিটে জোয়াও ফেলিক্স আবারও পর্তুগালকে এগিয়ে দেন তার অসাধারণ ফিনিশের মাধ্যমে। ২ মিনিট পরই ব্যবধান ৩-১ করেন রাফায়েল লিয়াও।
যখনই মনে হচ্ছিল পর্তুগাল আরামেই ম্যাচ জিততে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই গোল করে ঘানাকে ম্যাচে ফেরান ওসমান বুকারি। ৮৯ মিনিটে তার করা গোলের পর ৯ মিনিট অতিরিক্ত সময় যোগ করেন ম্যাচ অফিশিয়ালরা। আর সেখানেই পর্তুগালকে ভয় পাইয়ে দিয়েছিল ঘানা। ম্যাচের শেষ দিকে বক্সে ঢুকে গিয়েও বল বাইরে মারেন ঘানার বুকারি, একদম শেষ মিনিটে পর্তুগিজ গোলরক্ষক কস্তার হাত থেকে বল ছুটে গিয়ে পড়ে ঘানার উইলিয়ামসের পায়ে, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। যার ফলে হাফ ছেড়ে বাঁচেন রোনালদো এবং পর্তুগাল।
ম্যাচে বল দখলের লড়াই কিংবা গোলের প্রচেষ্টার দিক থেকে পর্তুগাল এগিয়ে থাকলেও ঘানাও কম যায় নি। পর্তুগালের ৬২% বল দখলের পাশাপাশি গোলমুখি প্রচেষ্টা ছিল ১১ টি, বিপরীতে ঘানার প্রচেষ্টা ছিল ৯ টি। কিন্তু শেষদিকে ঘানার আক্রমণ সামলাতে বেশ হিমশিমই খেতে হয়েছে পর্তুগালকে।
রুদ্ধশ্বাস এই জয়ের ফলে নিজেদের গ্রুপের শীর্ষে উঠে গেল পর্তুগাল। ঘানার অবস্থান গ্রুপের তলানিতে। নিজেদের পরবর্তী ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে পর্তুগাল।