Top

মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা

২৫ নভেম্বর, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ
মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরের ৩টি কেন্দ্রে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেষে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে হবিগঞ্জের মাধবপুরের পাইলট উচ্চ বিদ্যালয়,ইটাখোলা সিনিয়র আলিম মাদ্রাসা,অপরুপা বালিকা বিদ্যায়তন কেন্দ্রে প্রথম হতে ৫ম শ্রেণী পর্যন্ত উপজেলার ১১ ইউনিয়নের ৪০ টি কিন্ডার গার্টেন স্কুলের মোট ১৮৩৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে।

বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মাধবপুরের পরীক্ষা নিয়ন্ত্রক সাইফুল ইসলাম মীর্জা জানান, মাধবপুরের তিনটি কেন্দ্রে একযুগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার সকালে ইটাখোলা সিনিয়র আলীম মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, অধ্যক্ষ মাওঃ আমির হোসেন,জিয়াউর রহমান সুজন,মনতলা অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বহরা ইউ/পি চেয়ারম্যান আলাউদ্দিন, মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার দাশ,মাধবপুর বিআরডিবির চেয়ারম্যান হুমায়ুন কবির,হলসুপার প্রধান শিক্ষক শামসুর রহমান,সহকারী হল সুপার জাকারিয়া, মোশারফ হোসেন মেম্বার প্রমুখ।

শেয়ার