শিক্ষার্থীদের মান উন্নয়ন ও সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ‘শাল্লা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশন’ এর আয়োজনে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার গণমিলনায়তনে মেধাবৃত্তি প্রদান-২০২২ অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি অনুষ্ঠান ‘শাল্লা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশন’ এর সভাপতি স্বদেশ রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিংকন রায়ের সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোঃ আবু তালেব-উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাল্লা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এডভোকেট দিপু রঞ্জন দাশ- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাল্লা, তাপস কুমার রায়-উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাল্লা, মোঃ আরিফ মোহাম্মদ দুলাল-প্রধান শিক্ষক,শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়, মোঃ আবু রায়হান-উপজেলা সহঃ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাল্লা, বীর মুক্তিযোদ্ধা-জগদীশ চন্দ্র সরকার, সুব্রত কুমার দাশ-প্রধান শিক্ষক প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বক্তারা বলেন, আমরা মেধাবৃত্তির এই উদ্যোগকে সাধুবাদ জানাই। শাল্লা উপজেলা যোগাযোগ ক্ষেত্রে পিছিয়ে থাকলেও শিক্ষার দিক থেকে অনেকটা উন্নত। কিছুদিন পূর্বে শাল্লার শিক্ষার্থী অংক দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে মন্ত্রী মহোদয়ের কাছ থেকে গোল্ড মেডেল পদক পেয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাদের সবাইকে শিক্ষার মানোন্নয়নে কাজ করতে হবে৷
মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা, উপজেলা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, শাল্লা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২২ ইং সকাল ১০.৩০ মিনিটে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে ২৫০ জন শিক্ষার্থী। এর মধ্যে ০৫ জনকে ট্যালেন্টপুল ও ০৫ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।