Top
সর্বশেষ

সিরাজগঞ্জে আনন্দঘন পরিবেশে গ্রামবাংলার হাডুডু খেলা

২৬ নভেম্বর, ২০২২ ৮:০৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে আনন্দঘন পরিবেশে গ্রামবাংলার  হাডুডু খেলা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক স্কুল মাঠে আনন্দঘন পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ নাসিম স্মৃতি পরিষদ আয়োজনে শুক্রবার বিকেলে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,এ গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলান দিন ধার্যের পর থেকেই দর্শকদের মাঝে উৎসবের আমেজ শুরু হয়। এ টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নেয় এবং ওইদিন ফাইনাল খেলায় কাজিপুরের ইসমাইল হোসেন স্মৃতি সংসদ বেলকুচি ইছামতী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এ খেলা দেখতে এলাকার বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ইউপি চেয়ারম্যান শাজাহান আলী, কামরুজ্জামান বিপ্লব, স্থানীয় আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতারণ করেন।

শেয়ার