কেশবপুরে চারুকারু ও নৃত্য বিষয়ের উপর সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের আল আমিন মডেল একাডেমির হলরুমে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে ওই সনদপত্র বিতরণ করা হয়।
সাংস্কৃতিক বিষয়ক শিক্ষাবোর্ড ধ্রুব পরিষদ থেকে চারুকারু ও নৃত্যর বোর্ড পরীক্ষায় চারুপীঠ আর্ট স্কুল হতে চারুকারুতে ২১ জন প্রথম বিভাগ ও ৫ জন দ্বিতীয় বিভাগ এবং নৃত্য ৫জন প্রথম বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
সংগঠনের সহসভাপতি শিক্ষক সাহা বৈদ্যনাথের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বেতার খুলনার আবৃত্তি শিল্পী ও সহকারি শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
সংগঠনের সহকারি পরিচালক মৌসুমী মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি শেখ শাহীন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেশবপুরের সদস্য সচিব সচিব ও উপজেলা পোস্ট মাস্টার এস এম রবিউল হক এবং কেশবপুর প্রেসক্লাবের গ্রন্থাগার সম্পাদক শিক্ষক মতিয়ার রহমান।