Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ৪ দোকানে ভয়াবহ অগ্নিকান্ড

২৭ নভেম্বর, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ৪ দোকানে ভয়াবহ অগ্নিকান্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই বাজারের একটি দোকানে আগুন ধরে যায় এবং এ আগুন বাজার এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এতে বাজারের ভেটেনারি দোকান, সোনার দোকান, ওষুধের দোকান ও কিটনাশকের দোকান ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আশিকুর রহমান সাংবাদিকদের বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ওই চারটি দোকান পুড়ে ছাই হলেও বাজারের অর্ধশতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পেয়েছে।

শেয়ার