Top

মাধবপুরে নবাগত ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

২৮ নভেম্বর, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ
মাধবপুরে নবাগত ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে নবাগত ইউএনও মনজুর আহসানের সাথে উপজেলা প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) সকালে মাধবপুর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান, বিশেষ অতিথি ছিলেন, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ এরশাদ আলী, যুগ্ম আহ্বায়ক শংকর পাল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন রিংকু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী, উপজেলা প্রকৌশলী শাহ আলম, তোফাজ্জল হোসেন চৌধুরী, হামিদুর রহমান, ইয়াসিন তন্ময়, শেখ জাহান রনি, নাহিদ মিয়া, মশিউর রহমান মুর্শেদ, আক্তার হোসেন, ত্রিপুরারী দেবনাথ তিপু, শাহ আলম সহ অনেকেই।

পরে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিতিতে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান কে ফলেল শুভেচ্ছা ও সম্মাননা স্বারক প্রদান করা হয়।

শেয়ার